প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১:৩৭
বান্দরবানের নাক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি সীমান্ত এলাকায় পৌঁছান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, মিয়ানমার সীমান্তে আমরা কিছুটা বিশৃঙ্খলার কথা শুনতে পাচ্ছি। এ নিয়ে বান্দরবান জেলায় কোনও সমস্যা হচ্ছে কিনা তা দেখতে আজ সীমান্তে এসেছি। এসে যা দেখেছি তাতে মনে হচ্ছে, এখনও পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। আমাদের বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা প্রশাসন সতর্ক অবস্থায় আছে। এখনও আমরা কোথাও কোনও ঝুঁকি দেখছি না। মনে করছি, এ সমস্যা আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো।’
তিনি বলেন, ‘সামনেই এসএসসি পরীক্ষা রয়েছে। এ জন্য আমরা বিদ্যালয়গুলোও পরিদর্শন করেছি। যদি কোনও সমস্যা হয় তখন আমরা এসব বিদ্যালয়ের কেন্দ্র সরিয়ে নেওয়া হতে পারে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন– বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।
উল্লেখ্য, সপ্তাহ ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘেঁষে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং সে দেশের জান্তা সরকারের মধ্যে সংঘাতে ওপারে কামানের গোলা নিক্ষেপের পাশাপাশি বিমান থেকে গোলা বর্ষণ করা হয়। সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে মিয়ানমার অংশে কয়েক দিনে অর্ধশতাধিক মর্টারশেলের প্রকট শব্দে ৪৭ ও ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরের এলাকা কেঁপে উঠেছে। আর এতে আতঙ্কিত হচ্ছেন সীমান্তবাসী। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয়রা।জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও জেলা পুলিশ সুপার সৈকত শাহীন এর আগে ঘুমধুম উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দেখেন এবং ঘুমধুম ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।