প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯
সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে অপহরণের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।
বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- ইউছুফ মন্ডল, শামীম ও আমিনুল। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাতে অভিযুক্তরা পুলিশ পরিচয়ে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতাল গেটের সামনে থেকে ইমরান ও ইমন নামে দুই ব্যক্তিকে অপহরণ করে প্রাইভেট কারে তোলার চেষ্টা করে। এ সময় হাতেনাতে পুলিশের জালে ধরা পড়ে তারা। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র সাভার-আশুলিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয়ে অপহরণ করে আসছে। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সেই সাথে এ চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।