প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ২৩:৫৩
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ১৫ টি পদে রয়েছে। এরমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ৪ টি পদে ৮ জন প্রধান শিক্ষক প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে জানান নির্বাচন কমিশন। ইতিমধ্যে ১১ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১১ জন প্রধান শিক্ষক। আগামী ২৬ আগষ্ট শনিবার ব্যালটের মাধ্যমে টিক চিহ্ন দিয়ে উপজেলার ৪৬ জন প্রধান শিক্ষক তাদের মতামত প্রকাশ এর মাধ্যমে সভাপতি-সাঃ সম্পাদকসহ ৪ টি পদে ৪ জন প্রধান শিক্ষককে নির্বাচিত করবেন।
জানা গেছে, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক নির্বাচনে লিখিত ভাবে প্যানেল না থাকলেও জামান - নওশাদ গ্রুপ নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিভিন্ন পদে ১১ জন নির্বাচিত হওয়া প্রধান শিক্ষকগন জামান আলী- নওশাদ আলী গ্রুপের বলে দাবি করেছেন সভাপতি প্রার্থী জামান আলী ও সাঃ সম্পাদক প্রার্থী নওশাদ আলী।
রবিবার ২০ আগষ্ট বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারটি পদে আটজন প্রার্থী'র কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় ২১ আগষ্ট সন্ধ্যায় চুড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলার বাঁশমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মন্ডল।
নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু জানান, গত ১৬ আগষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার ত্রৈ-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পর্যায় ক্রমে মনোনয়ন ফরম ক্রয়, জমা প্রত্যাহারের সময় শেষ দিন পর্যন্ত সভাপতি-সাঃ সম্পাদকসহ চারটি পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। সেই মোতাবেক ২১ আগষ্ট সন্ধ্যায় চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
তিনি জানান, নির্বাচনে সভাপতি পদে প্রধান শিক্ষক মোঃ জামান আলী ও মোঃ বেলাল হোসনে। সাধারণ সম্পাদক পদে প্রধান শিক্ষক মোঃ নওশাদ আলী ও মোঃ মামুনুর রশীদ। সহ-সভাপতি পদে প্রধান শিক্ষক মোঃ আবু উবায়দা মিয়া ও মোঃ শফির উদ্দিন। সাংগঠনিক সম্পাদক পদে প্রথম শিক্ষক আব্দুর রাজ্জাক ও মোঃ মোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রধান শিক্ষকগন হলেন, সহ-সভাপতি (মহিলা) পদে প্রধান শিক্ষক মোছাঃ শাহনাজ বেগম হেনা, যুগ্ম সম্পাদক (পুরুষ) জহুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক (মহিলা) মোছাঃ কাওছার পারভীন (লিপি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মজমেল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মুমিনুর রশিদ, দপ্তর সম্পাদক আঃ বারেক, প্রচার ও মিডিয়া সম্পাদক যোগেন্দ্রনাথ, অর্থ সম্পাদক সুলতানা পারভীন, ক্রীড়া সম্পাদক নাজমুছ সায়াদত, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ওয়াহিদা নাজনীন বানু ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আকতার প্রমুখ।
জামান-নওশাদ গ্রুপের সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ নওশাদ আলী জানান, আমাদের প্রধান শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক নির্বাচনে লিখিত ভাবে প্যানেল না থাকলেও আমারা জামান-নওশাদ গ্রুপে নির্বাচন করছি। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমাদের গ্রুপের ১১ জন প্রধান শিক্ষক বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। আগামী ২৬ আগষ্ট নির্বাচনে ৪ টি পদে আমাদের গ্রুপের ৪ জন নির্বাচিত হওয়ার আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ।