প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১:৪৪
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কমলেন্দু রায় মিন্টুর পেট্রোল পাম্পে ১৯ লিটার তেল নিতে গিয়ে ২ লিটার কম পেয়েছেন এমন অভিযোগ ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব নামে এক ভোক্তার। গতকাল শনিবার (২২ জুলাই) ওই উপজেলার কাব্য দিগন্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে কাব্য দিগন্ত এলপিজি ফিলিং স্টেশনে পেট্রোল নিতে যান ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব। পরে পালসার মোটরসাইকেলে ট্যাংকি ১৫ লিটারে ফুল করতে গেলে প্রায় ১৯ লিটার তেলে ফুল হয়। এতে সন্দেহ হলে গাড়ি থেকে তেল নামিয়ে চেক করেন। এ সময় ওই গাড়ি থেকে তেল নামানো হলে দেখা যায় যে প্রায় ১৭ লিটার। পরে ৯৯৯ লাইনে স্থানীয়রা ফোন দিলে কাব্য দিগন্ত এলপিজি ফিলিং স্টেশনে পুলিশ যান। পরে কাব্য দিগন্ত এলপিজি ফিলিং স্টেশনের ম্যানেজারকে পুলিশ সদস্যরা হুঁশিয়ারি করেন।
ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন বিপ্লব বলেন, এর আগেও ট্যাংকি ফুল করতে গিয়ে সন্দেহ হয়েছিল। পালসার গাড়িতে মূলত তেল ধরে ১৫ লিটার। কিন্তু আমার গাড়িতে প্রায় ১৯ লিটার তেল ধরে। ফলে আমি গাড়ি থেকে তেল নামিয়ে তেলের ওজন চেক করেছি। এলাকার পাম্প বলে এ বিষয় আমি কাউকে অভিযোগ দেয়নি।
কাব্য দিগন্ত এলপিজি ফিলিং স্টেশনের মালিক ও উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক কমলেন্দু রায় ওরফে মিন্টু রায় বলেন, তেল এত কম হওয়ার সুযোগ নেই । যদি এমন হয়েও থাকে তবে তেলের পরিমাপ ঠিক করা হবে।
কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জিআর সারোয়ার বলেন, আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।