প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ২৩:২৯
পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া উপজেলা প্রশাসন'র আয়োজনে শনিবার(২৫ মার্চ) সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমানের নেতৃত্বে এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, মোস্তফা জামান সুজন, আতিকুর রহমান মিরাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।