প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ৩:৩
বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তাদের ঠ্যাং ভেঙে দেয়ার হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার (৬ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি কখনো বলেনি সংলাপ চায়, বিএনপি চায় সরকারের বিদায়। এই দানবীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। এই সরকারের পাতানো নির্বাচনে যারা যাবেন তাদের ঠ্যাং আস্ত থাকবে না।’
তিনি বলেন, ‘অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন সুতরাং আপনারা এখন চলে যান। বিদায় হন, এদেশের জনগণকে বাঁচান।’
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে আব্বাস বলেন, ‘আপনারা রাজনৈতিক আচরণ শিখুন। মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু কখনোই আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেননি।’
‘আমাদের যুদ্ধ এখন আওয়ামী লীগের সঙ্গে নয় আমাদের যুদ্ধ এখন পুলিশের সাথে,’ বলেন তিনি।