প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫১
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু মুড়ালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভার শেষে বায়ান্নর ভাষা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করা ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।