প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪৫
সিরাজগঞ্জের বেলকুচিতে মনিরুল ইসলাম (২০) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে পুলিশ উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা চর থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেন। মনিরুল ইসলাম মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুর সালাম প্রমানিকের ছেলে।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, মনিরুল ইসলাম তার চাচা নুর আলম প্রামানিকের বাড়ীতে বসবাস করত। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর সে ফিরে আসেননি।রাতভর বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। এ অবস্থায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা মুলকান্দি চরের মধ্যে গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখেছিল। তবে কী কারনে এহত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।