প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০:৩১
মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সুনীত কুমার ও সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম নির্বাচিত করেন।
আজ সোমবার সকালে ঐতিহ্যবাহী বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সরেজমিন সুত্রে জানা যায়, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) আয়োজনে মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার শিক্ষক সমিতির এি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সহদেব বাড়ৈ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলার শাখার সভাপতি মোঃ সৈয়দ আকমল হোসেন পিলু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমোহন উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি মোঃ সাঈদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলার (বাশিস) সভাপতি মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুর রহমান, মাদারীপুর জেলা শাখা বাশিস এর সাধারণ সম্পাদক মোঃ লালমিয়া জমাদার,কালকিনি উপজেলা বাশিস(বিটিএ) এর সভাপতি এসএম মোয়াজ্জেম হোসেন, কালকিনি উপজেলার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, সহ ডাসার উপজেলার সকল বিদ্যালয়ের সম্মানিত প্রধান ও সহকারি শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুজ্জামান।
পরে উপস্থিত সকল শিক্ষকদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নবগঠিত ডাসার উপজেলা(বাশিস) এর সভাপতি নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীত কুমার তালুকদার,ও সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম সাধারন সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্যর নতুন কমিটি ঘোষণা করেন।