
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০:৬

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মালিথাপাড়ায় রাতের আঁধারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে হাফিজুল ইসলাম (৪০) নামক এক ব্যক্তির লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাফিজুল ইসলাম কাথুলী গ্রামের মালিথা পাড়ার মৃত আব্দুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১০ নভেম্বর মধ্যেরাতে হাফিজুল ইসলামের বাড়িতে আগুন লেগে যায়। ধীরে ধীরে ভয়াবহ হয়ে ওঠে আগুন। বসতঘরের পাশে থাকা পাটখড়ির গাদায় পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়। এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন দেয়।
হাফিজুল ইসলাম বলেন, 'রাত আনুমানিক ২টার সময় আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় ৭০-৮০ হাজার টাকার পাটখড়ি ছিলো গাদায়। সব পাটখড়ি পুড়ে গেছে এবং বাড়িতে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাঁয় হয়ে গেছে। সব মিলিয়ে আমার প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।'

তিনি আরো বলেন, 'আমাদের গ্রামের প্রতিবেশী মৃত ছলিমুদ্দিনের ছেলে আব্দুল মজিদের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা এবং জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। তারাই এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমারা সন্দেহ করছি। কারণ স্পষ্ট বোঝা যাচ্ছে আমার বাড়িতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আব্দুল মজিদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বেশ কয়েকটি মামলাও রয়েছে কোর্টে। যে মামলাগুলো চলমান অবস্থায় আছে। আমি দাবি করছি আইনের মাধ্যমে দুষ্কৃতিকারিদের দৃষ্টান্তমূলক বিচার হোক।'
অগ্নিসংযোগের বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে হাফিজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সন্দেহভাজন আব্দুল মজিদকে আসামি করে তিনি মামলা করবেন বলে জানান।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুল মজিদের সাথে জানার চেষ্টা করা হলে সম্ভব হয়নি। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।