প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ০:২৭
রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব পর্যটন দিবন-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় অংশ নেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মো. খোকন শেখ প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন পর্যটনের স্থান, পর্যটনের টেকসই বিকাশ এবং প্রচার ও প্রসারে সবাই উদ্যোগী ভূমিকা রাখবে এ বিষয়ে আলোচনা করা হয়।