প্রকাশ: ৭ জুলাই ২০২২, ২৩:৫৯
মাদারীপুরের ডাসারে চেকে সই না করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার ইউনিয়ন সচিব মোঃ জলিল মোড়লকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে। প্রতিকার চেয়ে ডিসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সচিব।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানাযায়, মাদারীপুরের কালকিনির ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার জোর করে সরকারি প্রকল্পের চেকে সই করার জন্য চাপসৃষ্টি করেন সচিব মোঃ জলিল মোড়লকে। সে সরকারি প্রকল্পের চেকে উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া সই করা যাবেনা বলে অস্বীকার করলে, চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার সচিবের সার্টের কলার ধরে কিল-ঘুষি মারেন এবং সার্ট ছিরে ফেলেন।
গত রবিবার সকালে এঘটনা ঘটে বলে আজ ভুক্তভোগী নিশ্চিত করেন। এ লাঞ্ছিত ঘটনার প্রতিকার চেয়ে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদ সচিব।
এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ জলিল মোড়ল মুঠোফোনে প্রতিদিনের সংবাদ প্রতিবেদককে বলেন, আমি কি বলবো,আমার চাকুরী জীবনে এই প্রথম এ ঘটনা ঘটে। একটি সরকারি প্রকল্পের কাজ। সেই কাজই হয়নি, আর উর্ধতন কতৃপক্ষের অনুমতি ছাড়া সই করা যায়না। আমাকে চাপসৃষ্টি করে চেকে সই করার জন্য। আমি অস্বীকার করলেই আমাকে লাঞ্ছিত করে চেয়ারম্যান।
আমি ন্যায় বিচার দাবি করে গত মঙ্গলবার জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার বলেন, তাকে টাকা না দিলে চেকে সই করবে না। সে প্রত্যেকটি কাজে পার্রসেনর্টিচ দাবি করে এবং প্রতিদিন তাকে পাঁচশত টাকা দিতে হবে বলেন। আমি তার বিরুদ্ধে মাদারীপুর ডিডিএলজি,কালকিনি ইউএনও'র নিকটও লিখিত অভিযোগ দেয়া আছে।