প্রকাশ: ১ জুন ২০২২, ২৩:১২
কুয়াকাটায় মাছ শিকার করে বাড়ি ফেরার পথে আলমগীর (৪৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে কুয়াকাটা পৌরসভার পাশর্^বর্তি ইউনিয়ন লতাচাপলীর খাজুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পেশায় দিনমজুর আলগমীর ওই এলাকার মৃত মন্নান মুন্সীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বাড়ির পাশর্^বর্তি খালে মাছ শিকার শেষে আলমগীর ঘরে ফিরছিল। এসময় প্রতিবেশির বৈদ্যুতিক পাশর্^সংযোগের ছেড়া তারে জড়িয়ে তাৎক্ষণিক তাঁর হাত-পা ঝলসে গিয়ে সেখানে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজনের নজরে এলে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুনসাদ শাহীন পুনম বলেন, দেখে মনে হচ্ছে বিদ্যুৎপৃষ্ট হওয়ার সাথে সাথেই তার মৃত হয়েছে। তাই রোগীকে কোনো চিকিৎসা দেয়া যায়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।