
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০:৪৪

জঙ্গি সন্দেহে চট্টগ্রাম বইমেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হলেও বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার মো. রুমেল (২০) নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে এবং সে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বড়বাড়ি এলাকায় বসবাস করেন।

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ার জানান, গত মঙ্গলবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলার পাশের সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রপন্থি ও ধর্মীয় সংঘাতমূলক বিভিন্ন বই পাওয়া যায়।
কাউন্টার টেররিজম ইউনিটের এ কর্মকর্তা আরও বলেন, বইমেলা শুরুর পর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছিল। এ জন্য বইমেলায় হামলার পরিকল্পনা ছিল রুমেলের। সেটা বাস্তবায়ন করতে গত মঙ্গলবার দুপুরে মেলার পাশে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯ (৩), ১১ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।