প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:৪০
পার্বত্যাঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে বসবাস রত পাহাড়ি-বাঙালিদের জীবন মান উন্নোয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়ন।
এলাকার স্থীতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের, গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ২০২২ইং ) গুইমারা সরকারি কলেজ মাঠে গুইমারা রিজিয়নের আওতায় অসহায় হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়নের জিটুআই ও গুইমারা রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।