প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০:২৫
মোংলায় এতিম শিশু, অসহায় শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত ১০০ পরিবারকে শীতবস্ত্র উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন "পিস অর্গানাইজেশন"।
শুক্রবার ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা চত্বরে মোংলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক এতিম শিশু, অসহায় শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত শতাধিক পরিবারকে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
সংগঠনের আহ্বায়ক মো. রিয়াদুল ইসলাম সাকীর সভাপতিত্বে শীতবস্ত্র উপহার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, সাব রেজিষ্ট্রার মো. জোবায়ের হোসেন, বিআরডিবি কর্মকর্তা
সবুজ বৈরাগী, মোংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. মনির হোসেন, তৃনমূল সাংবাদিক ইউনিট উপজেলা শাখার সভাপতি মো. আলী আজীম, মোংলা টাইমসের কর্ণধার মো. হাফিজুর রহমান, সংগঠনের সদস্য সচিব শেখ মোঃ আবু হানিফ, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ঈসা, সিনিয়র যুগ্ম সচিব মো. মেহেদি হাসান হৃদয়, সহকারি সচিব জাহিদুল ইসলাম, বিশিষ্ট কবি ও লেখক তারেক বিন সুলতানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য পিস অর্গানাইজেন স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মোংলা উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সাধ্যমত সহায়তা করে যাচ্ছে। অসহায় মানুষের জীবন বাঁচানোর প্রয়োজনে বিনামূল্যে রক্তদান করার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।