প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ০:৪১
দ্বিতীয় ধাপে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কাল। আজ বুধবার দুপুর ৩ টার দিকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব, বিজিবি'র সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এদিকে, মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। জানা গেছে, ২টি ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮২ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।