প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ০:১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দ্বিতীয় ধাপে উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. নিজামউদ্দিন আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর।
জানা যায়, ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ছোটভাকলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে পুনরায় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদ্য আওয়ামীলীগের বহিস্কৃত নেতা মোহাম্মদ আলী মিয়া (আনারস)।
অপরদিকে উজানচর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে অংশ নিয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির। এখানে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবলীগ নেতা জিন্দার আলী।
সভায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান কড়া হুশিয়ারী দিয়ে বলেন, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে যারা অন্তরায় হবে তাদের ঠিকানা হবে জেল-হাজত। কাউকে কোন অনিয়ম করার জন্য বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। সুতরাং যারা এ ধরনের চিন্তা করছেন তারা সাবধান হয়ে যান।
মতবিনিময়ে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম জানান, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে এমন কোন কাজ কাউকেই করতে দেয়া হবে না।
মতবিনময় সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা।