
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০:৩৯

দিনাজপুরের হিলিতে কিশোর কিশোরী ক্লাবে বাদ্যযন্ত্র, বাইসাইকেল, ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা চত্তরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্লাবের সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক(এমপি)।
এসময় বক্তারা জানান, নারীরা এখন অনেক এগিয়ে যাচ্ছে। নারীদের সব কাজে এগিয়ে নিতে সরকার অনেক কর্মসূচী হাতে নিয়েছে। সেই মোতাবেক নারীদের নিয়ে কিশোর কিশোরী ক্লাব তৈরী করা হয়েছে এবং ক্লাবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে।
পরে হাকিমপুর পৌর সভার আয়োজনে পৌর এলাকার প্রতিটি রাস্তার মোড়ে ও জনবহুল এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সাউন্ডস সিষ্টেম বা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, এই সাউন্ডস সিষ্টেম এর মাধ্যমে পৌর সভার কন্টোল রুম থেকে যে কোন তথ্য ঘোষণা করলে পৌরবাসী সকলে একই সময়ে জানতে পারবে। নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে এই কাজের উদ্বোধন করা হয়েছে বলে জানান তিনি।

এছাড়াও হিলি স্থলবন্দরের বিভিন্ন সমস্যা ও বন্দরে ব্যবসার গতি বৃদ্ধি করতে সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে সংগঠনের ২৫ তম সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাবসহ অনেকেই।