প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৭
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় টাঙ্গাইল সদর উপজেলার ২নং ওয়ার্ডের বৈল্ল্যা এনায়েতপুর এলাকার ধুলেরচড় মার্দ্রাসা পোষ্ট অফিস রোডটি সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে ভেসে যায়। এতে রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। পানি ও কাদা মাড়িয়ে এলাকাবাসীকে এ সড়কে চলাচল করতে হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রোডটি সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানিতে ভেসে যায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি পাকা ড্রেন করে সড়কটি নির্মানের।
এলাকাবাসী জানায়, প্রতিদিন শত শত মানুষ পানি ও কাদা মাড়িয়ে এই রাস্তাটি ব্যবহার করে। এখানে একটি স্বনামধন্য মাদরাসা ও টাঙ্গাইল পলিটেকনিক ইনষ্টিটিউট নিকটে হওয়ায় এই এলাকায় এসব প্রতিষ্ঠানের ছেলেমেয়েরাসহ তাদের পরিবারের বসবাস হওয়ায়, প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
২নং ওয়াডের্র স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মোঃ বাবলু মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে। তখন রিকশা-ব্যাটারিচালিত অটোরিকশা কিছুই চলতে চায়না, এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। রাস্তাটির বেহাল দশার কারণে এলাকায় ভাড়াটিয়ারা থাকতে চায় না। লাখ লাখ টাকা খরচ করে বাড়ি বানিয়ে অনেকেই আছেন বেকায়দায়।
২নং ওয়াডের্র স্থানীয় বাসিন্দা এডভোকেট মোঃ মাছুম বলেন, টাঙ্গাইলের প্রায় প্রতিটি এলাকায় নতুন ড্রেন নির্মান হচ্ছে কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত কোন ড্রেন নির্মান হয়নি যার কারনে রাস্তাটিতে একটু বৃষ্টি হলেই হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে দুর্ভোগের যেন শেষ নেই। রাস্তাটি দ্্রুত পাকা ড্রেন করে রাস্তা নির্মান করার দাবি জানান তিনি।এ ব্যাপারে ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও টাঙ্গাইল পৌর সভার প্যানেল মেয়র তানভির হাসান ফেরদৌস নোমান জানান, এই সড়কে একটি পাকা ড্রেনের জন্য প্রস্তাব পাঠানে হয়েছে অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।