প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ২২:১৪
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ আগষ্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম. শামসুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, সিরাজুল ইসলাম কিসলু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন। অন্যান্যদের মধ্যে ছিলেন জুলিয়া পারভেজ,মো. নাসির উদ্দিন প্রমুখ।