প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১:৫৮
লালমনিরহাটের হাতীবান্ধায় গোবরের গর্তে ডুবে লিমন ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত লিমন ওই এলাকার তাইজুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে থাকে লিমন। খেলতে খেলতে পাশে একটি গোবরের গর্তে পরে যায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে গোবরের গর্তে পানি জমায় সে আর উঠতে পারে না। বাড়ির লোকজন তাকে কিছুক্ষণ খোঁজাখুজির পর গোবরের স্তুপ থেকে তার লাশ উদ্ধার করে। সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন