প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১৭:৩৩
পিরোজপুরের ইন্দুরকানীতে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে। গত সোমবার (২৩ আগস্ট) রাত ২টির দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই রাতে সেখানে থাকা হেমায়েত হোসেন গাজীর ২টি কাপড়ের দোকান ও জুতার দোকান, শহিদুল ইসলামের ও খোকন হাওলাদারের ২টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাতে ২টার দিকে হেমায়েত গাজীর কাপড়ের দোকান থেকে আগুন লাগতে দেখে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগুনের সূত্র পাত ঘটেছে। স্থানীয়রা জানান, ওই বাজারের ব্রীজটি ভাঙ্গা থাকায় ফায়ার সার্ভিস চেষ্টা করেও ঢুকতে পারেনি। ওই ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন ওই অগ্নিকান্ডের ঘটনা স্বীকার করে জানান, এতে ৪টি দোকান পুড়োটাই পুড়ে গেছে। দোকানগুলো ওই বাজারের পাইকারী দোকান ছিলো।