প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ২২:৫৩
কুয়াকাটা সমুদ্র সৈকতে দুই দিনের ব্যবধানে ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘ্যের আরো দুটি মৃত ডলফিন।
সোমবার দুপুর সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিনটি দুটিকে মাটিচাপা দিয়ে দেয়া হয়।
এর আগে গত ৭ আগষ্ট ভারতের গঙ্গা নদীর একটি মৃত ডলফিন ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে।
মৃত ডলফিন দুটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখ রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিন দুটি প্রায় ৮ ফুট লম্বা হবে।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, স্থানীয় লোকজন ও ট্যুরিষ্ট পুলিশের লোকজন ডলফিন দুটিকে মাটিচাপা দিয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে।
তিনি বলেন, বন্য প্রানী আইনে জটিলতা থাকায় ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।