প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ২১:৪৯
বরিশালের হিজলা উপজেলার বি,এল (পাইলট) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আটটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।বিদ্যালয়ের নৈশপ্রহরী মাইদুল ইসলাম জানায়, ৮ আগস্ট রবিবার রাতে সে ল্যাবের পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন, চোরেরা মধ্যরাতে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিলে তার ঘুম ভেঙ্গে যায়।
কক্ষের জানালার পাশে চারজন লোক দাড়িয়ে থাকতে দেখে চিৎকার দিলে কক্ষের দড়জা চোরেরা বাহির থেকে আটকে দেয়। দুজন তার জানালার পাশে দাড়িয়ে থাকে অন্য দুজন ল্যাবের দড়জা ভাঙার দায়িত্বে ছিলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামছুল আলম জানান, শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আঠারোটি ল্যাপটপ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিলো কিন্তু চোরেরা আটটি ল্যাপটপ নিয়ে যায়।এ ব্যাপারে হিজলা থানায় মামলার প্রস্তুতি চলছে।