মাস্ক পরিধান মহামারি মুক্তির প্রধান ভ্যাকসিন -বিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ২৩:১৫

শেয়ার করুনঃ
মাস্ক পরিধান মহামারি মুক্তির প্রধান ভ্যাকসিন -বিএমপি কমিশনার

একশত বছর ঘুরে পৃথিবীতে একেক রুপ নিয়ে মহামারি এসেছে, এটা একপ্রকার বৈশ্বিক মহামারি। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে পারলে এই মহামারী মোকাবেলা করা সহজ। এই মুহূর্তে তরীকা মোতাবেক  মাস্ক পরিধান হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন।

আজ শুক্রবার (৬ আগস্ট) বরিশাল নগরীর কালু খান বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে স্বাস্থ্যবিধি পালন ও বাস্তবায়নে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য প্রদানকালে একথা বলনে, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।

বিএমপি কমিশনার বলেন, "প্রতিদিনই আমাদের চারপাশ থেকে পরিচিত কেউ না কেউ মারা যাচ্ছে, তাই করোনাভাইরাস এর সংক্রমণ থেকে দেশ ও জাতিকে  সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। 

তিনি বলেন, "আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যেসে পরিণত করি, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং অপরকে মাস্ক পরতে বাধ্য করতে পারি, তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে  অনেকাংশেই সুরক্ষিত রেখে অল্প সময়ে এই মহামারী পরিস্থিতি মোকাবেলা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো"। 

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

বিএমপি কমিশনার বলেন, "আমরা করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা বাস্তবায়নে প্রায়ই মসজিদে এসে থাকি। হাদিসে আছে মহামারিতে স্থান পরিবর্তন না করে স্বাস্থ্য সুরক্ষা বিধি রক্ষার্থে আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা যদি নিয়মিতভাবে মাস্ক পরিধান না করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলি,  তবে এই পাপের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। 

প্রয়োজন ব্যতীত ঘরে থাকার পাশাপাশি পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পুলিশের সকল কর্মকাণ্ডে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পৃক্ত থেকে সকলকে আহবান জানান তিনি।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সিআইটি) এস এম হাবিবুল হাসান। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে তিনি হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে হরিজনদের অস্থায়ী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও আনসার সদস্যরা, সঙ্গে ছিলেন সাধারণ দর্শনার্থীরাও। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক উপস্থিত দর্শনার্থীদের

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানি প্রমাণিত, জামায়াত নেতা বহিষ্কার

নওগাঁয় ছাত্রীদের যৌন হয়রানি প্রমাণিত, জামায়াত নেতা বহিষ্কার

নওগাঁ সদর উপজেলার মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার রাতে অনুষ্ঠিত জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করার পর

হিজলায় সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদের পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শন

হিজলায় সাবেক এমপি মেজবাহউদ্দিন ফরহাদের পথসভা ও পূজামণ্ডপ পরিদর্শন

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ হিজলা উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার কাউরিয়া বাজারে আয়োজিত এই পথসভায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পথসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শিল্পী

হাকিমপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সাখাওয়াত হোসেন শিল্পী

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী। মঙ্গলবার বাদ মাগরিব থেকে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন এবং প্রতিটি মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন। প্রথমে তিনি দক্ষিণ শাহজাদপুর পূজা মণ্ডপে যান। এরপর তিনি সাদুড়িয়া নারায়ণ শাহ, সুবীর ও অনিল মাস্টার পরিচালিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় মেডিকেল পরীক্ষায় কোনো আলামত মেলেনি

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় মেডিকেল পরীক্ষায় কোনো আলামত মেলেনি

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মেডিকেল পরীক্ষায় ভুক্তভোগীর শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তিন সদস্যের মেডিকেল বোর্ড এ পরীক্ষা সম্পন্ন করে। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর শরীরের ভেতরে ও বাইরে কোনো ধরনের ধর্ষণের চিহ্ন নেই। মেডিকেল বোর্ডের নেতৃত্বে থাকা সিনিয়র কনসালটেন্ট (গাইনি)