প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ৫:১২
কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ১৪ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। লকডাউনের তৃতীয় ধাপের চতুর্থ দিনে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ, সেনাবাহিনী সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। সরাইলে বিভিন্ন এলাকায় সকাল থেকে পুলিশের সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।এদিকে সোমবার (২৬ জুলাই ) সরাইল উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় তিন জনকে (১১০০) এক হাজার একশত টাকা জরিমানা করেন।সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়- সরাইলের অধিকাংশ এলাকা অটোরিকশা ও কিছু সিএনজি চলাচল করতে দেখা যায়।মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনীর গাড়ি রাস্তায় দেখে গেছে। কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলছেন।সিএনজি অটোরিকশা চালক কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন,
রাস্তাঘাট ফাঁকা,কোন যাত্রী নেই,সামনের দিনগুলো কেমন চলবে? আমাদের কথা কে বা শুনে। গাড়িতে আমাদের পরিবারের রিজিক? ২৬ জুলাই সরাইল উপজেলায়২০ জনের করোনা ভাইরাস নমুনা পরিক্ষা করা হলে শনাক্ত হয় ১২ জন। সোমবার সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া তথ্য নিশ্চিত করেছেন।এবার লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন পুলিশ,আনসার, ও সেনাবাহিনী মাঠে রয়েছে।