প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০:২১
সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় চোদ্দদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে আজ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ ভাগ।
এদিকে, লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহরে ঢোকার প্রতিটি প্রবেশ মুখে বাঁশ বেঁধে ব্যরিকেড দেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া কাউকেই শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও লকডাউন কার্যকর করতে সার্বক্ষণিক মাঠে কাজ করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সারাদেশে ২৩ জুলাই (শুক্রবার) ভোর ৬টা থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ (লকডাউন)। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত গণবিজ্ঞপ্তি দেয় সরকার।