প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০:৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চৌরা কেশবপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অপরাধে বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। এসময় ৮ ফুট উচ্চতার ২২ কেজি ওজনের ৩টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয়। শনিবার ভোর রাতে উপজেলার চৌরা কেশবপুর গ্রাম থেকে বাবা ছেলেকে আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার চৌরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম (৪৫) ও তার ছেলে মুরাদ হোসেন (২৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব জানান, সীমান্তবর্তী চৌরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যাক্তি নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ লাগিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার ও বাবা-ছেলেকে আটক করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।