প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১৮:১২
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। মঙ্গলবার (২০ জুলাই) এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।আটকরা হলেন, মো. রিয়াজুল বাসার (৪৬), মোহাম্মদ আমিন (৩৫) ও মোকারাম খান (৩৩)।
এসপি জানান, তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট টি কে-৭১২) সকাল সাড়ে পাঁচটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।
ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশি তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তিনজন যাত্রী এই স্বর্ণ শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে নিয়ে আসে।উল্লেখ্য, এর আগেও এয়ারপোর্ট আর্মড পুলিশ এক কেজি একশ গ্রাম তরল সোনা উদ্ধার করেছিল।