প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ৩:১১
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগানো এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুত্র জানায়, ১৯জুলাই সকাল সাড়ে ৮টারদিকে মধুরছড়া পুলিশ ক্যাম্প নিয়ন্ত্রিত ক্যাম্প-৪,ব্লক-বি/১-এ বসবাসকারী শেড হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রোহিঙ্গা রিয়াজুর মোবারকের স্ত্রী, ৩ মাস বয়সী এক সন্তানের জননী তছলিমা বেগম (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্নহনন করা মৃতদেহ দেখতে পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যদের খবর দেয়া হয়।
খবর পেয়ে সকাল ১০টার দিকে উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে। নিহত তছলিমার কপাল বরাবর মাথায় রক্তাক্ত কাটা জখম রয়েছে।
ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন অধিনায়ক এসপি মোঃ নাঈম উল হক জানান, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধু আত্নহত্যার খবর পেয়ে উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়।
উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।