প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ২২:৩৫
সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি লঞ্চঘাট এলাকার একটি ছোট খালে কুমিরের আক্রমনের শিকার হয়ে একটি গরু মারা গেছে।সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে।স্থানীয় বনবিভাগ অফিস সূত্রে জানা গেছে,
জয়মনির লঞ্চঘাট এলাকায় খালের পাশে একটি গরু খাস খাচ্ছিল।এসময় খালের চরে উঠে গরুটিকে আক্রমন করে কুমির।স্থানীয় লোকজন দেখতে পেয়ে লাঠি ও ঢিল ছুড়লে কুমিরটি খালে ডুব দিয়ে চলে যায়।খবর পেয়ে বনবিভাগের কর্মীরা গরুটিকে উদ্ধার করতে গেলে ততক্ষণে গরুটি মারা যায়।তবে মৃত গরুটির মালিককে খুঁজে পাওয়া যায়নি।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন"ঊর্ধ্বতন কতৃপক্ষের নিদের্শে গরুটিকে মাটি দেওয়া হয়েছে।গরুর মালিককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।শনাক্তের প্রক্রিয়া চলছে।মালিককে পাওয়া গেলে তার নামে বন আইনে মামলা দায়ের করা হবে।বন বিভাগ প্রতিনিধি মিজানুর রহমান আরও বলেন,আমরা মাইকিং করেও মানুষ বলে দিয়েছি সুন্দরবনে এবং নদীতে যেন কোন প্রকার গবাদি পশু না যায়।যাদের গবাদি পশু যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।