প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১:৪৯
পুনাক বিএমপি’র আয়োজনে বরিশালে ভাসমান সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর নেতৃত্বে তার সহধর্মিনী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন খাদ্য বিতরণ করেন।
নগরীর রুপাতলি বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফলপট্টি, গীর্জা মহল্লা, কাকলীর মোড়, জেলা স্কুল মোড়, পুলিশ লাইন রোড, আলেকান্দা সড়ক, বটতলা মোড়, আমীর কুটির, হাতেম আলী কলেজ চৌমাথা সহ নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এ খাদ্য বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমের সহধর্মিনী পুনাকের সহ সভানেত্রী স্বাতীরেমা , বিএমপি উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগের মনজুর রহমান পিপিএম-বার এর সহধর্মিনী ও পুনাকের সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার,
উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসেরের সহধর্মিনী পুনাকের উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর মোঃ রেজাউল করিম’র সহধর্মিণী তাহামিনা এনি , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,
সহকারী পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন নাসরিন জাহান সহ অন্যান্য নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।