প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৮:১৯
বরিশালে র্যাবের পৃথক অভিযানে ১ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।রোববার (০৪ জুলাই) সকালে র্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে রাতে গৌরনদী থানাধীন তারাকুপী এলাকায় অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যলা।এসময় ওই এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম চাপরাশী(৩৮)কে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে উজিরপুর থানাধীন মুন্সি তাল্লুকের টাকাবাড়ি স্টিল ব্রীজ সংলগ্ন এলাকার অভিযান চালিয়ে মোঃ রুবেল শেখ(২২)ও প্রফুল্ল রায়(২৫) কে ৪৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ হাজার ৪২০ টাকাসহ আটক করা হয়।আটকৃত রুবেল উজিরপুর থানাধীন মশায় এলাকার মোঃ মুজিবর শেখের ছেলে ও প্রফুল্ল রায় জামবাড়ি এলাকার গনেশ রায়ের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ সাইফুল ইসলাম ও ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে গৌরনদী থানা এবং উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।