প্রকাশ: ৩ জুলাই ২০২১, ২১:২৩
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবির মোহাম্মদ হোসেন স্ব-পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। ওসি আবির মোহাম্মদ হোসেনের স্ত্রী ও দুই ছেলে। তাদের শরীরে করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তারা বাসায় বিশ্রামে আছেন। নেছারাবাদ থানার ওসি তদন্ত মো: সোলায়মান আজকের পত্রিকার প্রতিনিধিকে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তদন্ত আরো জানান,ওসি স্যার বাসায় আইসোলেশনে আছেন। স্যার সহ তার পরিবার এখন পর্যন্ত সুস্থ আছেন।ওসি আবির মোহাম্মদ মুঠোফোনে জানান, তাদের শরীরে করোনা উপসর্গ অনুভাব হতেই নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন। নমুনা পরীক্ষায় তিনি সহ তার সহ-ধর্মীনি ও দুই ছেলের করোনা পজিটিভ আসে। করোনা থেকে সুস্থ হয়ে উঠতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ওসি আবির মোহাম্মদ হোসেন একজন প্রথম সাড়ির করোনা যোদ্ধা হিসেবে সর্বজনে স্বীকৃত। তিনি করোনা থেকে মানুষকে রক্ষার জন্য সরকারি আদেশের পাশাপাশি সবসময় মানুষকে সচেতন করে আসছেন। নিজের ও পরিবারের কথা না ভেবে তিনি রাস্তায় নেমে অপ্রয়োজনে মানুষকে ঘর থেকে বাহির না হতে উৎসাহিত করছেন।
জানাযায়, ওসি আবির মোহাম্মদ হোসেন পুলিশের দায়িত্বের পাশাপাশি একজন নীরব সমাজ সেবক। তিনি অত্র থানায় যোগদানের পর থেকেই মাদক,ইভটিজিং,বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। একারনে তিনি নেছারাবাদের সাধারন মানুষের কাছে প্রসংশা কুড়িয়েছেন।