প্রকাশ: ২৯ জুন ২০২১, ১৭:৪৭
সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধ জেরে পাল্টা-পাল্টি গুলির ছুড়ার ঘটনা ঘটেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি৷ তবে এলাকায় চরম আতঙ্ক বিরাজমান।
মঙ্গলবার (২৯ জুন) সকাল ৯টার দিকে আশুলিয়ার গাজীরচট উষাপ্লটির মোড় এলাকায় মতিনের বাড়ি সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে৷ পরে সাড়ে ১০ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী আসে ঘটনা স্থলে৷
স্থানীয়দের কাছে জানা গেছে, সকালে মতিনের বাউন্ডারি ভেতরে কাজ করছিলো কিছু শ্রমিক। এসময় বড় প্রাচীর ঘেরা বাউন্ডারি ভেঙ্গে কিছু দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে ডুকে শ্রমিকদের মারধর করে। এতে শ্রমিকরা পালিয়ে গিয়ে মতিনকে জানালে মতিন পাশের বাসার একটি বাড়ি থেকে দুর্বৃত্তদের গুলি ছুড়ে । পরে দুর্বৃত্তরাও পাল্টা গুলি ছুড়ে।
ভুক্তভোগী এক শ্রমিক আজিজুল বলেন, আমরা সকালে গাছ কাটার কাজ করছিলাম। এসময় কিছু মুখোশধারী অস্ত্রসহ লোকজন এসে আমাদের মারধর শুরু করে৷ পরে আমারসহ আর তিন চারজনের ফোন কেড়ে নেয়। পরে আমরা পালায়া যাই।
ঘটনার পর পর আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরাদসহ আরও এক পুলিশ কর্মকর্তা ঘটনা স্থলে আসে। তাদের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অপারগতা প্রকাশ করে।