প্রকাশ: ২৪ জুন ২০২১, ৪:৫৫
টাঙ্গাইল সদর থানার বিশেষ অভিযানে ২৪ জুন বৃহস্পতিবার ০২টি বাজাজ কোম্পানীর মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, কয়েকদিনের বিশেষ অভিযানে অনেকগুলি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয় তার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, এর নের্তৃত্বে ২জন চৌকস অফিসার এসআই মোরাদুজ্জামান, ও এএসআই মোঃ দেলোয়ার হোসেন’সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে বিভিন্ন থানা ও জেলা এলাকায় অভিযান পরিচালনা করে ০২টি বাজাজ কোম্পানীর মোটর সাইকেল উদ্ধারসহ ০৩ জন চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়কারীদের গ্রেফতার করতে সক্ষম হন।
উক্ত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়, ধারা- ৪১১/৪১৩ পেনাল কোড মূলে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করেন।
উক্ত আসামীরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার মৃত মাখন বাদ্যকার এর ছেলে শ্রী আনন্দ বাদ্যকার (৩৯), টাঙ্গাইল মির্জাপুর ফতেপুর গ্রামের বাবুল মনিদাস এর ছেলে লিটন মনিদাস, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার শ্রী আনন্দ বাদ্যকার এর ছেলে শ্রী সাগর বাদ্যকার (২০)।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, আরও মোটর সাইকেল চোর গ্রেফতার ও চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।