প্রকাশ: ২৩ জুন ২০২১, ০:৫১
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ২ লাখ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে তুলশীগঙ্গা নদীর উভয় পাড়ে আজ প্রায় ২০ হাজার বিভিন্ন প্রকারের গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন তিনি।
এর আগে সকালে পাঁচবিবি পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বৃক্ষ রোপন শেষে বঙ্গবন্ধুর আত্বার শান্তি কামনায় উচাইয়ের পাথরঘাটা ঐতিহাসিক মীর নাছির উদ্দিন (রাঃ) মাজার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সেখানে পৌর প্যানেল মেয়র নুর হোসেন, জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব,সাবেক পৌর আ.লীগের সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা জাহিদুল মাষ্টার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম রব্বানী ইস্তি, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাধারণ পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগ সম্পাদক সাধারণ সাইদুর রহমান রাজুসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
আয়োজক কমিটির প্রধান ও মেয়র হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃক্ষরোপন কর্মসূচীকে যথাযথ বাস্তবায়নের লক্ষে মুজিব বর্ষে উপজেলা আওয়ামীলীগ ২ লাখ বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় আজ ২০ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়।
তিনি আরও বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুন্দরয্য বৃদ্ধির লক্ষে এবং তুলশীগঙ্গা নদীর পাড় রক্ষার্থে বৃক্ষরোপন করা হচ্ছে।