প্রকাশ: ৪ জুন ২০২১, ১৪:৫১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার(৪ জুন) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, ওই ইউনিয়নের মোহাম্মদপুর আকন্দ বাড়ির আব্দুর রহিমের ছেলে রিপন আকন্দ (৩০) ও তোফাজ্জল হোসেনের ছেলে আলিফ আকন্দ (১২)। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ( হারুন)।
তিনি জানান,সকালে রিপন আকন্দের দোকানের শুভহালখাতার জন্য দোকানের উপরে মাইক বাঁধছিল। এসময় দোকানের উপরে থাকা ১১ হাজার ভোল্টেজের তারের সাথে মাইকটি লাগে। এতে সে বিদ্যুতায়িত হয়ে রিপনের শরীরে আগুন জ্বলে উঠে। এঘটানা দেখে তার ভাতিজা আলিফ দোকানের বিদুৎ বন্ধ করার জন্য মেইন সুইস স্পর্শ করার সাথে সাথেই তারও ঘটনার স্থলেই মৃত্যু হয়।