প্রকাশ: ২৪ মে ২০২১, ১৪:৩০
টানা ৪৯ দিন পর যাত্রীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। সোমবার (২৪ মে)
সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সব ধরনের দূরপাল্লার গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এদিকে বাস চলাচল শুরু হওয়ায় সকাল থেকেই কাউন্টারগুলোতে ভিড় জমানো শুরু করেছেন যাত্রীরা। আর যাত্রী উঠাতে সেই পুরনো হাক-ডাক শুরু করেছেন শ্রমিকরা।
বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনালে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বাসের টিকিট বিক্রি হচ্ছে এক আসন ফাঁকা রেখে। গন্তব্যের উদ্দেশে ছুটছে যাত্রীবাহী বাসগুলো।
বাস কাউন্টারগুলোতে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপও বাড়ছে। কেউ অনলাইনে আবার কেউ সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। ৬০ শতাংশ বেশি ভাড়ায় টিকিট কাটছেন যাত্রীরা।
সাকুরা পরিবহনের কাউন্টারে কর্মরত একজন বলেন, দীর্ঘদিন বাস বন্ধ থাকায় আটকে থাকা মানুষ আগেভাগেই অনলাইনে টিকিট করে রেখেছেন।
নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল জানান, দূরপাল্লার বাস চালু হওয়ায় শ্রমিকরা খুশি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই বাসে যাত্রী উঠানো হচ্ছে।