পটুয়াখালীর কলাপাড়ায় আর্থিক সঙ্কট ও অভাব অনাটনে মানসিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর হারুন হাওলাদারের। গতকাল সন্ধ্যায় তিনি মহিপুর বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঘুমিয়ে পরেন। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে বিলে গিয়ে বিষপান করেন। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসে। পরে সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১