প্রকাশ: ৮ মে ২০২১, ১৭:২৫
পটুয়াখালীর কলাপাড়ায় দিনেদুপরে শফিক স্টোর নামের একটি জালের দোকান থেকে দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপর দেড়টার দিকে পৌর শহরের সুতা পট্রিতে এ চুরির ঘটনা ঘটে।
শফিক স্টোরের স্বত্তাধিকারী শফিক জানায়, তিনি দোকানের ক্যাশ বাক্সে তালা মেরে দোকানের এক সাটার জাল দিয়ে আটকে রেখে জোহরের নামাজের জন্য মসজিদে যান। এ সুযোগে চোর তার দোকানের মধ্যে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে প্রায় দেড় লাখ টাকা চুরি করে নিয়ে যায়। আশেপাশের দোকানীরা বেচা বিক্রিতে ব্যস্ত ছিল বিধায় কেউ চোরকে সনাক্ত করতে পারেনি।
কলাপাড়া থাানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১