প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৯:৫০
রাজবাড়ীর গোয়ালন্দে কাজী কেরামত আলী এমপির পক্ষে ৭শ দুঃস্হ্যের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা যুবলীগের আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমপির ছোট ভাই কাজী টিটু।শহরের মোট ৫ টি স্পট হতে ৭ শ দুঃস্হের মাঝে প্যাকেটজাত রান্না করা ডিম-খিচুড়ি, খেজুর ও জিলাপি বিতরন করা হয়।
ইফতার বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মো.ইউনুছ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল রানা,যুবলীগ নেতা ও দৌলতদিয়া ইউপি সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক হালিম শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারন সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, ইমরান আহম্মেদ আকাশ প্রমুখ।
#ইনিউজ৭১/জিয়া/২০২১