প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১৬:২৮
মহামারি করোনা কালিন সময়ে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মোতাবেক দিনাজপুরের হিলিতে এক আদিবাসী দরিদ্র কৃষকের পাকা ধান কাটা-মাড়াই করে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
৩০ এপ্রিল সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম এর নেতৃত্বে পৌর এলাকার উদ্দয়গিরি গ্রামের রঞ্জন টপ্পো নামে এক আদিবাসী কৃষকের বোর ধান কাটা-মাড়াই করে দেন তারা।
সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য শিবলী সাদিক এর দিক নির্দেশনা পালনে ছাত্রলীগ বদ্ধপরিকর তারই অংশ হিসাবে অসহায় কৃষকের ধান কাটা মাড়াই করে দেয় উপজেলা, পৌর,ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, গতকাল রাতে মুঠফোনে আদিবাসী কৃষক রঞ্জন টপ্পো জানান, অর্থভাব ও শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এমন খবর পেয়ে আজ সকালে ওই কৃষকের সাথে কথা বলে তার ৬৬ শতক (২বিঘা) জমির বোর ধান কাটা ও মাড়াই করে বাড়িতে তুলে দেওয়া হয়েছে।
আদিবাসি রঞ্জন টপ্পো বলেন, কালবৈশাখী ঝর ও বৃষ্টি নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তারমধ্যে আবার শ্রমিক সংকট। পাকা ধান কাটা মাড়াই নিয় বিপাকে পড়ছিলাম। এমন সময় বিনামুল্যে ধান কেটে পাওয়ায় আমি খুশি। তিনি আবেগ ভরা কন্ঠে বলেন, ছত্রলীগের তরুণ যুবকেরা আমার পাশে আসির্বাদ হয়ে দাড়িয়েছে। আমার ৬৬ শতক জমির ধান শুধু কাটাই নয় মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন তারা।
আর এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানায়। বর্তমান সময়ে ছাত্রলীগের এমন উদ্দ্যেগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা কালিন সময়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটা মাড়াই করে দিতে পাড়াই নিজেদেরকে ধন্য মনে করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
#ইনিউজ৭১/জিয়া/২০২১