প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৫:৪
খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই স্লোগানে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ক্ষুদ্র-নৃত্তাত্বিক জনগোষ্ঠিসহ গরীব অসহায়দের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ১ শ ২০ জনের প্রত্যেককে চাল, ডাল, ছোলা, তেল, আলু, পেঁয়াজ, লবন সমৃদ্ধ একটি করে প্যাকেট দেওয়া হয়। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১