প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ২৩:১০
রাজবাড়ীর গোয়ালন্দে নতুন ইউএনও হিসাবে যোগদান করেছেন আজিজুল হক ।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে তিনি উপজেলাতে যোগদান করেন।
যোগদান উপলক্ষে গােয়ালন্দ উপজেলার আয়ােজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও আজিজুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গােয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মােস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাে.রফিকুল ইসলাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হােসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম সহ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
গোয়ালন্দ উপজেলাতে ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় ওষুধ গবেষনা বিভাগে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলায় স্থায়ী বাসিন্দা।
সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল হক বলেন, আমি একজন প্রজাতন্ত্রের কর্মচারী। সরকার রাষ্ট্রীয় বিধি বিধান মেনে কাজ করার জন্য আমাদের নিয়োগ দিয়েছেন। আমি সকল নিয়মের মধ্যে থেকেই কাজ করবো। উপজেলার সকল অফিসার মিলে গোয়ালন্দে টিম হিসেবে কাজ করবো। এ জন্য গোয়ালন্দ উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।