প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ২০:৪৬
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ১২০ লিটার (৩মণ) দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে শহর পুলিশ ফাঁড়ি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
রবিবার (২৫ এপ্রিল) রাতে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম অভিযান চালিয়ে শেরপুর পৌরসভার রামচন্দ্রপুর পাড়া (সুইপার কলোনীর) কুখ্যাত মাদক ব্যবসায়ি বাঁশফোড় ওরফে লালজীর বসত বাড়ির নিজ শয়ন কক্ষের মেঝে থেকে বপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ছাম্মাক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ লিটার (৩মণ) দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১