কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে ৯টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মজির উদ্দিন উপজেলার ভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়াত আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শনিবার সকালে উপজেলার ভরুয়াপাড়া মাঠে মরদেহ পড়ে আছে স্থানীয়দের দেয়া এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মজির উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দুর্বৃত্তচক্র শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাক তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।
#ইনিজ৭১/তুষার/২০২১