প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ২১:৫১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের দিঘর বালিয়াতলী গ্রামে বিরোধীয় জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই গ্রুপের হামলা পাল্টা হামলায় নারী-পুরুষসহ ৪০ জন আহত হয়েছে।
সোমবার শেষ বিকালে এই সংঘর্ষের ঘটনায় আহত স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপতালে নিয়ে আসলে তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো. নুর আলম, মো. সবুজ, মো. নাজেম এবং সোহাগ কে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
এছাড়া আহত মোহাম্মাদ ভূইয়া, মো. সুমন, মো. মহিবুল, নুদ্রাস মিয়া, নুরুল হক, নুরসায়েদ, পিয়ারা বেগম, ফাহিমা বেগম, লাইজু বেগম, মোসাঃ সরভানু এবং মোসাঃ রাহিমা বিবি, মোসাঃ রাজিয়া বেগম, মো. বায়জিদ, মো. নাসির, তহসীন মিয়া, মো. হাবলু, মো. জিসান, মো. জোনায়েদ, মো. রাজিব, মো. আনিচ এবং মো. নাসির দফাদার কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের সূত্রে জানাগেছে, দিঘর বালিয়াতলী গ্রামের প্রায় এক একর ৩২ শতাং জমি নিয়ে মোসাঃ রাহিমা বেগম এবং মোহাম্মদ ভ‚ইয়ার সঙ্গে দীর্ঘ আট মাস ধরে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরাধিয় জমিতে সোমবার বিকালে মোসাঃ রাহিমা বিবির নিকটাত্মীয় মো. নাসির দফাদার গরু চড়াতে গেলে মোহাম্মাদ ভূইয়াসহ অন্যান্যদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পরে।
এব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১