প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৮:৪৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিলে ইরিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেছে মসলিম উদ্দীন (৪০) নামে এক কৃষকের। শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা কইঝালা গ্রামে এ ঘটনা ঘটে।
রাতে বাড়ীতে না ফেরায় শনিবার সকালে তার স্ত্রী নুরজাহান সেচঘরে মরদেহ দেখতে পায়। মৃত কৃষক এলাকার মৃত জামাল উদ্দিনের।
স্ত্রী নুরজাহান জানান, ক্ষেতে সেচ দিতে এসে রাতে বাসায় ফিরেনি। সকালে এসে মরদেহ পেয়েছি। বৈদ্যুতিক শক লেগে পা ঝলসে গেছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হয়েছে। এব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।